চুনারুঘাটে ১০ নং মিরাশী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 20 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ১০ নং মিরাশী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন এডিটর
August 20, 2020 7:28 pm
Link Copied!

ছবি: ১০ নং মিরাশী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।

 

নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউপির জননন্দিত চেয়ারম্যান জনাব মোঃ রমিজ উদ্দিন সাহেবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অত্র ইউনিয়নের বড়াব্দা শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পৃথক তিনটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মীর ফাহিম ফয়সাল, এম.বি.বি.এম (জি.এস.ভি.এম.সি) ও লেকচারার, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং সহযোগিতায় ছিল স্যাভলন মোবাইল হাসপাতাল টিমের সদস্যরা।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নিতে বৃদ্ধ লোক, মহিলা এবং গর্ভবতী মহিলাসহ স্থানীয় সকল পেশার মানুষদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এবং তারা ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ পেয়ে চেয়ারম্যান রমিজ উদ্দিন সাহেবকে অসংখ ধন্যবাদ জানিয়েছে