মো: শুভ মিয়া : চুনারুঘাট এর বিভিন্ন গ্রামে বিকেল হলেই দেখা যায় ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত। তারা মানছে না বড়দের শাসন-বারণ এমনকি সরকরের বিধি-নিষেধও। এই নিষেধ অমান্য করে মেতে উঠছে তারা ফুটবলসহ নানা খেলাধুলায়। গত কয়েকদিন যাবত লক্ষ্য করা গেছে চুনারুঘাট এর বিভিন্ন গ্রামে এবং পাড়ায় পাড়ায় নানা বয়সের ছেলেরা বিকেল হলেই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে।

ছবি : কোয়ারেন্টাইন না মেনে চুনারুঘাট এর ৬নং ইউনিয়নের নরপতি গ্রামে চলছে খেলাধুলা
বুধবার (২২এপ্রিল) বিকেল চুনারুঘাট ৬নং ইউনিয়নের নরপতি গ্রামের একটি মাঠে গিয়ে দেখা যায় ছেলেরা দলবেঁধে খেলাধুলা করছে। এমনকি টাকা দিয়ে বাজি ধরে বিভিন্ন পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করে । তারা এখন বাসায় না থেকে মেতে উঠেছে খেলাধুলায়। ফলে করোনার ঝুঁকি রয়ে ই যাচ্ছে। বিষয়টি প্রশাসনের নজর দেয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ছবি: চুনারুঘাট এর ৬ নং ইউনিয়নের নরপতি গ্রামে আজ বিকেল বেলা তুলা।