চুনারুঘাটে হত্যা মামলার পলাতক আসামী দরবেশ আলী মোল্লা (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত দরবেশ আলী মোল্লা চুনারুঘাট উপজেলার টেকেরঘাট এলাকার জমশের আলীর ছেলে। ২০২০ সালে মামলা দায়েরের পর থেকেই সে পলাতক ছিলো।
র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।