হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা কে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার (৬ই মে) সকালে ঘটনা ঘটেছে সদর ইউনিয়নের চানভাঙা তেমুনিয়া নামক স্থানে।
গুরুতর আহত শিক্ষিকা আমিনা খাতুন ঝুনু (৩২) উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন অন্তর্ভুক্ত বৈরাগীপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি প্রাথমিক শিক্ষক একীভূত শিক্ষা প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য সিএনজি যোগে চুনারুঘাট যাওয়ার পথে বেপরোয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে দূর্ঘটনায় গুরুতর আহত হন।
এ বিষয় স্থানীয় বাসিন্দারা জানান,ঘটনার পরপর চুনারুঘাট থানা পুলিশের একটি টিম পরিদর্শন করে গেছেন।এবং অটোরিকশা সিএনজি চালকদের বেপরোয়া ড্রাইভিং এ এই স্থান মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান। এছাড়াও শিক্ষিকার সহকর্মী মতিউর রহমান মাষ্টার বলেন,তিনি বাম পায়ের হাটুর উপরের অংশ আঘাতে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার চানভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে কিছুদিন পূর্বেও পরপর দুই দূর্ঘটনায় ৮ জনের প্রাণহানী ঘটে।