হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা ৫০ শয্যা হাসপাতাল হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক, আরএমও ফাতেমা হকের উপস্থিতিতে উক্ত অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাস্তবায়নে (Orientation on VPD’s, AFP, AES, AEFI surveillance and routine immunization) দিনব্যাপী এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উক্ত অরিয়েন্টেশনে বিভিন্ন রোগের টিকা বিষয়ক কার্যক্রম ও কার্যকারিতা পদ্ধতি শেখানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ,স্বাস্থ্য সেবিকাসহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীগণ।