এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলা প্রশাসনের অভিযান ও জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ও যানজট নিরসনে পৌর এলাকায় ও দুর্গাপুর বাজারে ও চুনারুঘাট পৌর এলাকা এবং দূর্গাপুর বাজারে যানজট নিরসনে, রাস্তার পাশে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সর্বমোট ৬ টি মামলায় ৪ হাজার ৭’শ টাকা অর্থদন্ড আদায় করা হয়।