এফএম খন্দকার মায়া, চুনারুঘাট || হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পৌর এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
জানা যায়, চুনারুঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন মার্কেটে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ১৪ টি মামলায় ৭,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এবং অত্যন্ত জরুরী প্রয়োজন ও মাস্ক পরিধান ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।