চুনারুঘাটে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

Link Copied!

 

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট || হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পৌর এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

 

ছবি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল

 

জানা যায়, চুনারুঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন মার্কেটে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ১৪ টি মামলায় ৭,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এবং অত্যন্ত জরুরী প্রয়োজন ও মাস্ক পরিধান ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।