চুনারুঘাটে স্বাধীন সামাজিক সংগঠনের উদ্যোগে ২শ'জন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে স্বাধীন সামাজিক সংগঠনের উদ্যোগে ২শ’জন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

Link Copied!

 

সৌরভ আহমেদ শুভ, চুনারুঘাট : চুনারুঘাট সদর ইউনিয়নে স্বাধীন সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ জন অসহায় ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় রাইসমিল (নোমান নগর) সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

ছবি: স্বাধীন সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী সেফাজ, ব্যবসায়ী এখলাছ চৌধুরী সহ এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন- স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী মিলটন, সহ-সভাপতি রুমিন তরফদার, সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ তালুকদার, সহ সাধারণ সম্পাদক মাফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ইন্তাজস উল্লা সহ সংগঠনের নেতৃবৃন্দ।