চুনারুঘাটে স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 May 2024

চুনারুঘাটে স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বিকাল ৪টায় চুনারুঘাট মধ্য বাজারে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী রায়হান আকবর,কনসালটেন্ট সড়ক ও জনপদ অধিদপ্তর,প্রতিনিধি প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।

প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্টের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ অধিদপ্তরের হবিগঞ্জ সড়ক বিভাগাধীন সেতু ও কালভার্ট-নির্মাণসহ ১টি সড়ক প্রশস্থকরণের জন্য চুনারুঘাট মাধবপুর জগদীশ শায়েস্তাগঞ্জ সড়কের জন্য স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

অতিথিগণ জানান,যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক কে চার লেনে উন্নতি করতেই আজকের এই স্টেকহোল্ডার মিটিং। আপনাদের উপস্থিতি ও সমর্থন কামনা করি।শিঘ্রই এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন চিশতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়