চুনারুঘাটে স্কুলছাত্র রবিউলের উৎসর্গে ব্রিজ উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 April 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে স্কুলছাত্র রবিউলের উৎসর্গে ব্রিজ উদ্বোধন

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ছড়া খালে ডুবে মৃত স্কুল ছাত্র রবিউলের উৎসর্গে ব্রিজ উদ্বোধন করে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুলনা গ্রামের ভাঙা বনের ছড়া খালের উপর উক্ত ব্রিজ গত শুক্রবার (৩০ মার্চ ২০২৩) উপজেলার উন্নয়নের অংশ হিসেবে উক্ত ব্রিজ উদ্বোধন করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য ২০১৭ সালে ১৩ জুলাই এই ছড়ায় পড়ে স্কুল ছাত্র রবিউল নিখোঁজ হয়। কয়েক ঘন্টার খোঁজাখুঁজির পরে তার লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী উক্ত স্থানে সেতু নির্মাণের জন্য জোর দাবী করে আসছিলেন।

এরই পেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত স্থানে সেতু নির্মাণ করার উদ্যোগ নেন চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি।

জানা যায়, উক্ত রাস্তা দিয়ে হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয় ও আমুরোড স্কুল এন্ড কলেজ,রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ হাপ্টারহাওর,নালুয়া চা বাগানের পূর্বটিলার প্রায় ৪/৫শ শতাধিক ছাত্র ছাত্রী যাতায়াত করে। সেতুটি নির্মাণ করায বর্ষাকালে ছাত্র ছাত্রী সহ আশেপাশের এলাকার বাসিন্দাগণের দীর্ঘদিনের কষ্ট লাগব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ স্থানীয় বাসিন্দাগণ।