চুনারুঘাটে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

Link Copied!

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নে প্রায় ৩ হাজার মানুষের চলাচলের একমাত্র বেহাল রাস্তাটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো গ্রামবাসী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন এর আর্থিক সহযোগিতায় ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এই রাস্তাটি সংস্কার করা হয়।

ছবি: স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার গ্রামবাসীর

 

এবিষয়ে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উক্ত ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন এর সাথে কথা হলে তিনি জানান, এই রাস্তার বিষয়ে যখন আমাকে অবগত করা হয়। তখন আমি আমার নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়’র মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র সাথে যোগাযোগ করি। তিনি আমাদেরকে দ্রুত রাস্তার উন্নয়নে আশ্বস্ত করেন। এবং আমাকে পাশে থাকার নির্দেশ দেন। আমিও আমার ব্যক্তিগত অর্থ দিয়ে গ্রামবাসীকে ডেকে কাজ করানোর উদ্যোগ নেই। গ্রামবাসীও স্বেচ্ছাশ্রমে কাজ করতে এগিয়ে আসে, ফলে আজ নিজে উপস্থিত থেকে ইট বালু দিয়ে রাস্তাটি সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলতে সক্ষম হই।