এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নে সুন্দরপুর বাজারে নবনির্মিত ফিস সেড উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাজার কমিটি, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মাস্টার, তাঁতীলীগের জুয়েল সহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজার উন্নয়নের এই নবনির্মিত ফিস সেড উদ্বোধন করেন।
জানা যায়, ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন এর সুন্দরপুর বাজার বাসীর দীর্ঘদিনের চাহিদা স্বরূপ এই ফ্রিশ সেড তৈরি করার কথামত চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর এই ফ্রিশ সেড নির্মিত করে দেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাজারে ফ্রিশ সেড এর সাইডের রাস্তা ইট সলিং করে দিবেন। এছাড়াও বাজারে গভীর নলকূপের এর ব্যবস্থা এবং বাজারের জন্য স্যানিটেশন ব্যবস্থা করে দিবেন।
এছাড়াও আরও ৩’টি পাকা নতুন রাস্তা অনুমোদন হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির জন্য আমরা সহজে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি। আপনারা সকলের কাছে এডভোকেট মাহবুব আলী এমপির জন্য দোআ চাই।
এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দগণ ।