চুনারুঘাটে সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 August 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

রায়হান আহমেদ : চুনারুঘাটে সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪আগস্ট) এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এর আগে সোমবারে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এলজিইডি’র উদ্যোগে ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এ প্রশিক্ষণ দেয়া হয়।

ছবি : চুনারুঘাটে সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও নারী শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি কল্পে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা ইঞ্জিনিয়ার খোন্দকার গোলাম শওকত জানান- উপজেলার ২৫ জন নারী-পুরুষকে এ সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রত্যেককে সম্মানি ৫শত টাকা ও দুপুরের খাবার এবং সকালের নাস্তা করানো হয়েছে।