চুনারুঘাটে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী বিটসভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী বিটসভা অনুষ্ঠিত

Link Copied!

 

এফ এম খন্দকার মায়া চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে সামাজিক পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত।

বুধবার (২২ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন।

প্রধান অতিথি এএসপি নাজিম উদ্দিন বলেন, চুনারুঘাট বর্ডার পার্শ্ববর্তী এলাকার কারনে মাদক ও সামাজিক পারিবারিক অবক্ষয়ের মত ভয়াবহ ঘটনা নিয়মিত ঘটে।কিন্তু সরকারের এই সমস্ত অপরাধের বিরুদ্ধে পুলিশের সতর্কতা ও কঠোর ভূমিকার রাখার নির্দেশ দিলে তারা শপৎ করে মাঠে নামে মাদকের বিরুদ্ধে। মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে মামলার প্রয়োজন নেই বলে আলোচনা করা হয়। সামাজিক অবক্ষয় প্রতিরোধে বাগান এলাকার সুদ খোরদের তালিকা করা হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অতিথিগন।

 

ছবি: বক্তব্য রাখছেন এএসপি নাজিম উদ্দিন

 

এ সময়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতায় করার অনুরোধ এবং তথ্য প্রদানকারীর পরিচয় তথ্য গোপন রাখা হবে বলেও জানান অতিথিগন। এই বিট সভা থেকে পুলিশের উদ্যোগে মাদক ও দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে গনসচেতনা মূলক সভা অনুষ্টিত চলমান থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) চম্পক ধাম, গোপেন্দ্র, রবিউল ইসলাম, সাংবাদিক কাজী সুজন, মেম্বার সেলিম মিয়া, শ্রীবাড়ি ফ্যাক্টরি ম্যানাজার ইকবাল হোসেন জসিম উদ্দিন, সন্তুস তাঁতি, জমসেদ রাব্বানী, বানেছা বানু, কামাল মিয়া, মাও: মোশাহিদুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ।