চুনারুঘাটে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

Link Copied!

 

.
এফএম খন্দকার মায়, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন অফিসার তদন্ত চম্পক দাম, মানবজমিন’র রিপোর্টার নুরুল আমিন চিশতি’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

 

ছবিা: চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক।

 

চুনারুঘাট থানার ওসি বলেন, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) আগামী ৩০’শে সেপ্টেম্বরের মধ্যে মাদকমুক্ত দেশ গড়ার ঘোষনা দিয়েছেন। এর ধারাবাহিকতায় তারা সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারীদের আত্মসমর্পণ করিয়ে পুর্ণবাসন করার চেষ্টা করছেন। যারা আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ছাড়বে না তাদের কপালে দুঃখ আছে বলে হুশিয়ারি করেন ওসি শেখ নাজমুল হক।

আগামী ১৫ দিনের মধ্যে ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে অবস্থিত মাদক সেবন, বহন,আরোহণ ও কারবারীরা সু-পথে না আসলে কঠোর অবস্থানে যাবে পুলিশ।