সাইদুল ইসলাম শুয়েব ,চুনারুঘাট : চুনারুঘাটের হাটবাাজার গুলোতে ক্রেতা-বিক্রেতারা কেউ ই মানছেনা নিরাদপ সামাজিক দুরত্ব। বুধবার (১৫এপ্রিল) সকাল সাড়ে সাতটায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর পাইকারী মাছের বাজারে গিয়ে দেখা যায় এই দৃশ্য। বাজারটি সরিয়ে নেওয়ার পরে ও দূরত্ব বজার রাখছেন না ক্রেতা বিক্রেতা উভয়ই। মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে দুর্গাপুরের পাইকারী মাছ বাজারটি বাজার সংলগ্ন ধানের জমিনে নেওয়া হয়েছে সাময়িকভাবে। কিন্তু এর পরেও শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। সকল ধরণের মানুষ একসাথে গায়ে গা ঘেষে মাছ কেনা বেচা করছেন।
ফলে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ঝুঁকি। এছাড়া তুলনামূলক ভাবে জায়গা অনেক বেশি থাকার পরেও গা ঘেষাঘেষি করেই মাছ কেনা বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। ইচ্ছে করলে সামাজিক দুরত্ব বজায় রাখা যায় কিন্তু তারা করছেন না। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। পুলিশ প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলে ও তা মেনে চলছেন না ক্রেতা বিক্রেতারা।