এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী
নদীর বাঁশের নির্মিত সাঁকো পারাপারের সময় সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে আহত হয়েছেন ৬ জন। লাশটিও পানিতে তলিয়ে গেলে এলাকাবাসীর সহযোগীতা আদার ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১জুন) চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর উপর।
স্থানীয় সু্ত্রে জানায় আজ সকালে খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) অথাৎ বুকে ব্যাথা হলে তাকে মৌলভীবাজার হাসপালে নেয়ার পথে মারা যায়। লাশ নিয়ে বিকাল ৩ টায় ফেরার পথে বাড়ীর কাছে করাঙ্গী নদীর উপর সাঁকো দিয়ে পারাপারের সময় মধ্যে সাঁকোটি ভেঙ্গে গেলে লাশসহ সবাই পানিতে পড়ে যায়,এতে দুলাল,আশিক,সহ ৬ জন আহত হয়। লাশটিও এলাকাবাসীর সহযোগীতায় আধা ঘন্টা পর উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাসের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তিনি বন্যার পূর্বেই সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধিগন যথাযথ পদক্ষেপ না নেওয়ার মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এবং আগামী দুই দিনের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা আশ্বস্ত করেন।