চুনারুঘাটে সম্প্রীতির বন্ধন সংগঠনের দু'দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সম্প্রীতির বন্ধন সংগঠনের দু’দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সম্প্রীতির বন্ধন সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে দু’দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

চুনারুঘাট ৫নং শানখলা ইউনিয়নের সকল মাদ্রাসা ও মসজিদে দু’দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ।

 

ছবি: উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি আবুল কালাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নোমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ বিলাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ তাউছ মিয়া, যুগ্ন-সম্পাদক আব্দুল কাইয়ুম সর্দার, যুগ্ন-সম্পাদক রাসেল আহমেদ, শিক্ষা-সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সোহাগ মির্জা, প্রচার সম্পাদক আসুক আহমেদ, তথ্য-সম্পাদক জুয়েল আহমেদ, সহ তথ্য-সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, বৃক্ষ হচ্ছে প্রকৃতির সুন্দর ও মানুষের বেঁচে থাকার উপাদান। কিন্তু এ যাবত এই বৃক্ষ নিধন করে ফেলছে কিছু অসৎ মানুষেরা। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই বৃক্ষ ভরপুর হযে উঠুক আমাতের চারপাশ।