হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে বোরো ধান কর্তন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলামের সভাপতিত্ত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আয়েশা আক্তার,বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব,সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদালুর রহমান সহ সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা সজিব হোসেন।
উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো সমলয় চাষাবাদের বোরো ধান কম্বাইন্ড হার্ভেষ্টার যন্ত্র দ্বারা কর্তন উদ্বোধন করা হয়েছে।এতে কৃষক কৃষাণী সহজে ফসল হুমকির মুখ থেকে রক্ষা সহ সহজে কম খরচে উত্তোলন করা যাবে বলেই সরকার কৃষি বান্ধব হিসেবে ভুর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করে যাচ্ছে বলেন অতিথি গণ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক কৃষাণী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।