এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের শিঘ্রই শুরু হচ্ছে ১১’শত মিটার রাস্তার কার্পেটিং কাজ।
আজ (৮ জুলাই) দুপুরে চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশে সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র নির্দেশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর সরজমিনে গিয়ে সাইনবোর্ড থেকে নুর মোহাম্মদপুর, শাইলগাছ রাস্তার ১১’শত মিটার রাস্তার কার্পেটিং শিঘ্রই শুরু হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এ সময়ে উপজেলা প্রকৌশলী অফিসের সহকারী ইনঞ্জিনিয়ার মরতুর্জা হাসান ও সঞ্জয় দেব কে নিয়ে রাস্তার মাপঝোঁক সম্পূর্ণ করান।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, মহামারি করোনাভাইরাসের কারনেই দেশে উন্নয়ন কাজের ব্যাঘাত ঘটেছে। তবে শিঘ্রই সব কিছু কাটিয়ে আমরা এগিয়ে যাবো। এবং শিঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই রাস্তার কাজ শুরু করা হবে।