চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্ততিমূলক সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 11 January 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

Link Copied!

চুনারুঘাট উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলেক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার উপস্থিত ছিলেন।

উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৫২তম বাংলাদেশ জাতীয় আন্তঃ স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রায় ৪৮টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিগন বলেন, খেলাধুলা যেমন শারীরিক সুস্থতা ও মানুষিক সুস্থতা দেয়। তেমনি সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখে। এমন উদ্যোগ চলমান থাকবে বলেও জানানো হয়।