
ছবি: শিক্ষা বিষয়ক চ্যানেলে “সারাদিনের স্কুল” এর শুভ উদ্বোধন ও উপকরণ হস্তান্তর করেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা বিষয়ক চ্যানেলে “সারাদিনের স্কুল” এর শুভ উদ্বোধন ও উপকরণ হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
জানা যায়, মহামারি করোনাভাইরাসের কারনে দেশে সামগ্রিক ক্ষেত্রে যে বিরুপ প্রভাব পরেছে তা কখনোই পুরোনীয় নয়। তবে সরকারের বিভিন্ন দপ্তর রীতিমতো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা বিষয়ক চ্যানেলে “সারাদিনের স্কুল” এর শুভ উদ্বোধন ও উপকরন হস্তান্তর ও বিতরণ করে চুনারুঘাট উপজেলা প্রশাসন।
এ সময়ে উপস্থিত ছিলেন উম্মে ইসরাত শিক্ষা ও আইসিটি অতিরিক্ত হবিগঞ্জ জেলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মী গন।