এফএম খন্দকার মায়া, চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এলাকার মানুষের চলাচলের প্রধান সড়ক সহ শতাধিক পরিবারের বসতঘর বন্যায় প্লাবিত হয়েছে। দুরবস্থায় চলাচল করছেন হাজারো মানুষ।
জানা যায় শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গুড়িগুড়ি ও ঢল বৃষ্টির পানিতে মহিমা উড়া দেওয়া তলি চলাচলের প্রধান সড়কসহ শতাধিক পরিবার প্লাবিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবুল কাসেম সুমনসহ আরো বাসিন্দারা জানান, যে মাত্র ৩/৪ ঘন্টা টানা ঢল বৃষ্টি হলেই আমাদের গ্রামের বাড়িতে রাস্তাতে পানি উঠে যায়। এটি সমাধানের অনেক চেষ্টা করা হলেও কোন সমাধান হচ্ছে না। মুলত আমাদের গ্রামের পাশ দিয়ে সুতাং নদী ও ফুলঝুরি ছড়া বয়ে গেছে। এই ছড়া দিয়ে পাহাড়ের পানি আর বাঁধহীন সুতাং নদীর পানি খুব দ্রুত আমাদের আশেপাশে ছড়িয়ে পরে। পাশাপাশি সড়কের দুপাশের খালগুলো মানুষে দখল করে ভরাট করে ফেলছে।
অল্প কজন স্বার্থনেশী ভূমি খোড় ও স্থানীয় প্রতিনিধিদের অবহেলায় এই দুরাবস্থার স্বীকার হতে হচ্ছে পুরো গ্রামবাসীদের। ফলে খুব সহজেই বিনষ্ট হচ্ছে সবজি, ফলমূল চাষের বাগান ও ফসলি জমি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। সুদৃষ্টি কামনা করি স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের।