চুনারুঘাটে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 5 August 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ই আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বৃক্ষ রোপণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মহিলা আওয়ামী লীগ,উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

পরবর্তীতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন।

উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবার হোসেন জিতু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,শিক্ষা কর্মকর্তা মাসুদ রানাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকগণ।