চুনারুঘাটে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Link Copied!

 

আবেদ আলী :: হবিগঞ্জের চুনারুঘাটে কোভিড-১৯ করোনা রোগীর সংখ্যা ১৪৯ গিয়ে দাঁড়িয়েছে। আজ ৫ জুন নতুন করে আরও ৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

আজ দুপুর ১ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোজাম্মেল হোসেন।

এই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১৪৯ জনের করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন।  নতুন করে আরও ১৬ জন সহ মোট  সুস্থ হয়েছেন ৯৬ জন। চিকিৎসাধীন/আইসোলেসনে আছেন ৫২ জন।

দৈনিক সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন বড় চ্যালেঞ্জ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা। সবাই সচেতন হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস মোকাবিলা সম্ভব।