ঢাকাFriday , 12 April 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে জাল টাকাসহ ১ জন গ্রেফতার

Link Copied!

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে।

এই চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে সিলেটসহ সারা দেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। সংঘবদ্ধ চক্রটি দেশের অর্থনীতিকে অচল করতে এবং অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।

এই চক্রের সদস্যরা আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই প্রেক্ষিতে জাল নোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ জাল নোট বাজারজাতকারী চক্রের একজন অসাধু ব্যক্তি চুনারুঘাট থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গত ১০ এপ্রিল রাত অনুমান ১০.৫০ মিনিটে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৮৮,০০০ টাকা (আটাশি হাজার টাকা) মূল্যমানের জাল নোটসহ মোঃ জামাল মিয়া (৩০) নামে জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত জাল নোট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-৯।