সাইদুল ইসলাম শুয়েব, চুনারুঘাট : মাদক ব্যবসায়ীর চুরিকাঘাতে নিহত কিশোর রাব্বি (১৫) হত্যাকান্ডের বিচারের দাবিতে (২৪-মে) রবিবার বিকাল ৩টায় চুনারুঘাট মধ্য বাজারে এক মানববন্ধন করা হয়। এসময় উপস্তিত ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান,যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, ৩ নং দেওরগাছ ইউপির ৫ নং ওয়ার্ডের জসিম মেম্বার সহ চুনারুঘাটের সাধারন জনতা। গত ২০-মে রাত ১২ টায় চেয়ারম্যান- সনজু চৌধুরীর কাছে খবর আসে আমুরোডের মাদক সম্রাট গ্রুপ নোয়ানীর কামাল বাহিনীর কাছে গাঁজা হস্তান্তর করছে।
বগাডুবি পুরাতন রেললাইন আমগাছের নিচে। চেয়ারম্যান সনজু চৌধুরী গ্রাম পুলিশ আঃ কাদির ও আঃ ছালাম কে ঘটনাস্থল পাঠান সাথে তার বর্ঘাচাষী ফিরোজ মিয়াকে ও পাঠান। ফিরোজ মিয়ার সাথে তার কিশোর পুত্র রাব্বি ও যায়। এক পর্যায়ে তারা গাঁজার বস্তা সহ কামাল ও দুজন কে আটক করলে। কামাল গংরা ডেকার দিয়ে স্টেপ করে পালিয়ে যায়। পুলিশ কিশোর রাব্বিকে দ্রুত উদ্ধার করে ১ম চুনারুঘাট, হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক কামাল নোয়ানীর বাসিন্দা । এ সময় ১ বস্তা গাজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। (২২-মে)সিলেট ওসমানী হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে কিশোর রাব্বি মারা যায়। মাদক ব্যবসায়িরা চুনারুঘাটে কতটা শক্তিশালী রাব্বিকে হত্যা করে তা প্রমান করে। এমনি করে মাদকের সম্রাটদের হাতে অনেক রাব্বিদের তাজা প্রাণ ঝড়ছে সারা দেশে। রাব্বি র লাশই হোক চুনারুঘাট মাদক ব্যবসায়ী নির্মূলের প্রধান হাতিয়ার।