এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মহামারি করোনা ভাইরাস সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৯’নং রানীগাঁও ইউনিয়নে ১১০’টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উপহার খাদ্য সামগ্রী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন এর সহায়তায় বিতরণ করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫’টায় চুনারুঘাট-মাধবপুর আসনের বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়রে মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি’র পরামর্শ ক্রমে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর তত্বাবধানে মোস্তাফিজুর রহমান রিপন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও কর্মহীনদের মাঝে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মালিক চৌধুরী সহ-সভাপতি, শাহ মোঃ আইয়ুব আলী সাংগঠনিক সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময়ে সকল কে এই মহামারি করোনাভাইরাসে সচেতন ও সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়।