চুনারুঘাটে রাতের আধারে যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে রাতের আধারে যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ

Link Copied!

ফরিদ উদ্দিন মাসউদ :  চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের  আঠালিয়া গ্রামের  আল -ইনসাফ যুব সংঘের উদ্যোগে সচেতন  কিছু যুবক রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরন  করেন।  ঈদ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন  অত্র সংগঠনের সভাপতি আঃ হাই, সহ-সভাপতি  শাহিন, সাধারণ সম্পাদক  সাংবাদিক মাওলানা ফরিদউদ্দিন মাসউদ  সহ আরো অনেকে।
আমার হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার প্রতিনিধি তাদেরকে রাতের অন্ধকারে ঈদ সামগ্রী বিতরন  করার কারন জানতে চাইলে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক   সাংবাদিক মাওলানা   ফরিদ উদ্দিন মাসউদ   আমার হবিগঞ্জকে বলেন, এমন কিছু লোক আছে যারা লজ্জায় ত্রান নিতে আসেনা এজন্য আমরা  রাতের অন্ধকারে তাদের   বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ  পৌঁছে দিয়ে এসেছি।জানা যায় আঠালিয়া শাহপুর গ্রামের ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়    ২য় ধাপে আবারো   শতাধিক   পরিবারের   মাঝে খাদ্য সামগ্রী বিতরন   করার ইচ্ছে পোষণ করেন।