এম এ রাজাঃ চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে মো. আব্দুল গফার (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত ৯ জুন রোজ মঙ্গলবার রাত ৯টায় উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. আব্দুল গফার উপজেলার দিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত মঙ্গলবার রাতে গফার গণেশপুর বাজার থেকে নিজবাড়ী দিমারুন্ডায় যাচ্ছিলে এই বৃদ্ধ, পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছালে আগ থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা কিছু বোঝার আগেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে অবস্থা গুরুতর হাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে রাত ১টায় চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা আমার হবিগঞ্জ প্রতিনিধি কে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক নিশ্চিত করেন।