চুনারুঘাটে রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন এডিটর
August 10, 2020 10:54 pm
Link Copied!

ছবি: রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন।

আজ ১০ আগষ্ট সকাল ১০ ঘটিকায় চন্ডিছড়া চা বাগান খেলার মাঠে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ ইমরান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, এমরানুল হক সোহাগের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।

জানা যায়, রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি পালন করা হয়। আনন্দে মেতে উঠেন সংগঠনের নেতৃবৃন্দগন।তারা নিজেকে স্বার্থক মনে করে যে বছর ব্যাপী বিভিন্ন অসহায় দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের দুর্সময়ে পাশে থেকে তাদের কে রক্ত অর্থ ও খাদ্য সামগ্রী দিতে সক্ষম হয়েছেন।এই প্রতিষ্টাবার্ষিকীই তাদের সফল কার্যক্রমের উদাহরণ। তারা সবাই বলেন আল্লাহ ডেন তাদের এই সংগঠন কে সকলের সমন্বয়ে পরিচালনা করার তৌফিক দেন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা, জনাব মুক্তাদির চৌধুরী,মোহাম্মদ বিল্লাল, মিজানুর রহমান তালুকদার, মিজানুর রহমান উজ্জল, রিপন আহমেদ,তৃষ্ণা আক্তার, শিরিন আক্তার সোনিয়া প্রমুখ।

উল্লেখ্য এ সময়ে অংশগ্রহন করে সংগঠনের সদস্যবৃন্দ এবং হবিগঞ্জের বিভিন্ন সহযোগী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ, ব্লাড ফর লাইফ বাহুবল উপজেলা শাখা, নিৎস্বার্থ রক্তদান সংগঠন, তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন ও স্বেচ্ছায় রক্তদান হবিগঞ্জরএর প্রতিনিধি বৃন্দ। পুরস্কার বিতরণীর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।