হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় যানজট নিরসনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল )সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,অফিসার ইনচার্জ রাশেদুল হক।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় পবিত্র রমাদান মাস শেষে ঈদ কে সামনে রেখে পৌরসভার বাজার মনিটরিং সহ সকল সড়ক পথে যানযট নিরসন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রশাসন।
এছাড়া ও উপস্থিত ছিলেন ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল,প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম,বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সিএনজি মালিক সমিতির নেতা মিজানুর রহমান সহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।