নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট : চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ (১৬’ই জুলাই) গাছের চারা রোপণ করে শুভ উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মিল্টন পাল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মন্নান মেম্বার ও কালেঙ্গা অভয়ারণ্যের রেঞ্জার।
এ সময় উপজেলা চেয়ারম্যান জানান, এ কর্মসূচি উপলক্ষে চুনারুঘাট উপজেলার বিভিন্ন জায়গায় ২১ হাজার চারা বৃক্ষ রোপণ করা হবে। তাতে পরিবেশের সৌন্দর্য রক্ষা পাবে।