চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষ্যে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষ্যে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

রায়হান আহমেদ : চুনারুঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে ৯৯টি ওয়ার্ডের মধ্যে আজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী। পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন।

 

ছবি: চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

 

এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মোক্তাদির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মর্তুজ সরদার, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, সাইফুর রহমান টিপু, জহির মোল্লা, জামাল খান, রায়হান শামীম, খোকন চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, আব্দুস সালাম, মোতাব্বীর খান, জুনায়েদ আহমেদ প্রমুখ।

এ কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিল, চুনারুঘাট বন বিভাগ।