চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষে কৃষি অধিদপ্তরের বৃক্ষ রোপন উদ্বোধন  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মুজিববর্ষ উপলক্ষে কৃষি অধিদপ্তরের বৃক্ষ রোপন উদ্বোধন 

Link Copied!



চুনারুঘাট প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০০টি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোদন করা হয়।
আজ ৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা জালাল সরকার এর উপস্থিতিতে উপজেলায় মরণব্যাধি করোনাভাইরাস কে উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় রেখে এই বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপ কৃষি কর্মকর্তা মিহির চন্দ বাবু সহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উৎযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসুচীর উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে। অনুরূপ আমাদের চুনারুঘাট  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনেও এই কার্যক্রম উদ্ভোদন করা হলো। আমাদের সকলের উচিত অন্তত ৩টি করে বৃক্ষ রোপন করা। তাহলে আমাদের প্রজন্ম এই প্রকৃতির অপরিসীম ভালোবাসা ভোগ করতে পারবে।