এফ এম খন্দকার মায়া চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নে সামাজিক পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
সভায় বক্তারা বলেন, চুনারুঘাট বর্ডার পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে মাদক ও সামাজিক এবং পারিবারিক অবক্ষয়ের মত ভয়াবহ ঘটনা নিয়মিত ঘটছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই সমস্ত অপরাধের বিরুদ্ধে পুলিশের সতর্কতা ও কঠোর ভূমিকা রাখছে। বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকের সাথে জড়িতদের গ্রেপ্তারে মামলার প্রয়োজন নেই বলে আলোচনা করা হয়।
এদিকে সামাজিক অবক্ষয় প্রতিরোধে বাগান এলাকার সুদ ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। এ সময়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতায় করার অনুরোধ এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান সভা আগত অতিথিরা। বিট সভা থেকে পুলিশের উদ্যোগে মাদক ও দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে অনুষ্ঠিত গনসচেতনামূলক সভা চলমান থাকবে।
সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) চম্পক দাম, স্থানীয় প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি শেখ নাজমুল হক বলেন, ‘মাদক কোন শান্তি দিতে পারে না। মাদক একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। তাই সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, সুদ ব্যবসায়ী সমাজের দুশমন। এদের কে প্রতিরোধ করতে হলে আমাদের সকল কে সচেতন হতে হবে।’