চুনারুঘাটে মাস্ক পরিধান ও শহর যানযট মুক্ত করতে অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মাস্ক পরিধান ও শহর যানযট মুক্ত করতে অভিযান

অনলাইন এডিটর
August 17, 2020 4:39 pm
Link Copied!

ছবি: অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

 

জাহাঙ্গীর আলম, চুনারুঘাট : চুনারুঘাটে মাস্ক পরিধান করে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করা ও মধ্য বাজার যানযট মুক্ত রাখতে অভিযান চালায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত ) চম্পক দাম।

এ সময় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা না করার জন্য ৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়া মধ্য বাজারসহ সড়কে যত্রথত্র গাড়ী ফার্কিং করা জন্য একটি যাত্রীবাহী বাসসহ ৮ টি অটোরিকসা সিএনজি আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।