চুনারুঘাটে মার্কেট গুলোতে নারী পুরুষের উপচে পড়া ভিড় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মার্কেট গুলোতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি :   চুনারুঘাট  উপজেলার শপিং কমপ্লেক্স গুলোতে  মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। দেশে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে অস্বস্তিকর অবস্থায় বিরাজ করছে। চুনারুঘাটে (২১-মে) তারিখে ১৪ জনের করুনা পজেটিভ এসেছে। কিন্তু এইসবের পরেও বাজারে  ভিড় করছেন সাধারন মানুষ। ঈদকে সামনে রেখে ছোট পরিসরের দোকান থেকে বড় শপিংমল  খোলার অনুমতি দেওয়ার পর  বাজারের শুক্রবার (২২-মে)ঈদের মার্কেট করতে সাধারন মানুষের উপচে পড়া ভিড়। বাজারের শপিংমল গুলোতে ৮০% মহিলা উপস্তিতি।  গত কাল ১৪ জনের আসার পরেও আজ মনে হচ্ছে চুনারুঘাটে করোনা ভাইরাস বলতে কিছুই নেই। মহিলারা বুঝতে পারছেন না যে কাপর ক্রয় করতে এসে টাকা দিয়ে করুনা ভাইরাস ক্রয় করে বাড়িতে ফিরছেন। ফলে পরিবারকে করুনা ভাইরাসের ঝুকিতে ফেলছেন। যে যার মতো ক্রয় বিক্রয় চালিয়ে যাচ্ছেন নির্ভয়ে। বাজারে আসছেন ভিড় করছেন আড্ডা দিচ্ছেন যে যার মতো করে।দূরত্ব বজায় রাখাতো দূরের কথা মুখে মাস্ক পর্যন্ত নেই।

সামান্য সচেতনতা বলতে কিছুই নেই তাদের মাঝে। মনে হচ্ছে যেন কিছুই হয়নি চুনারুঘাটে। ছবিটি দেখে বুজা যাচ্ছে যে কারো মধ্যে নেই কোন সাস্থ সচেতনতা,মুখে নেই কোন মাক্স।এছাড়া ওহ বাজারে কসমেট্রিক্স এর দোকান গুলোতে আরও খারাপ অবস্তা। এসব চলাফেরায় সচেতন মহল পড়েছেন দুশ্চিন্তায়।

কারণ এভাবে অসচেতন ভাবে বাজারে ভীড় চলতে থাকলে করোনার ঝুঁকির পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। হবিগঞ্জের মধ্যে চুনারুঘাটে বর্তমান করুনার অবস্তা খুবই ভয়াবহ।তাই সচেতন মহলের দাবি, প্রশাসনের কাছে দ্রুত মার্কেট শপিংমল বন্ধ করা হোক,নতুবা চুনারুঘাট শহরটি করুনা ভাইরাসের শহর হয়ে যাবে।