শুভ মিয়া ,চুনারুঘাট থেকে : চুনারুঘাটে সরকারের ঘোষিত লকডাউন মানছেনা কেউ। সরেজমিনে চুনারুঘাটে বাল্লা রোডে এবং উত্তর বাজারে বেশ কয়েক দিন যাবৎ দেখা যাচ্ছে গাড়ি ও মানুষের অবারিত চলাচল ।বিকেল হলেই লকডাউন না মেনে এলাকায় অযাচিত ঘুরাঘুরি ও বিভিন্ন যানবাহনের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে ।

ছবি: ছবিটি চুনারুঘাটের বাল্লা রোড থেকে তোলা।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে টমটম,রিক্সা চুনারুঘাটের বিভিন্ন রাস্তায় চলাচল করছে। কোনো ধরণের নিয়ম নীতি না মেনে রাস্তায় বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে মানুষ। বিষয়টি প্রশাসনের নজরদারি বাড়ানের দরকার বলে জানিয়েছেন সর্বসাধারণ।