চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত ৫ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 15 February 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত ৫

Link Copied!

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৪ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ হাতুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়- ওই গ্রামের ছাদম উল্লার ছেলে মাদক ব্যবসায়ী কাজল মিয়াসহ একদল মাদক ব্যবসায়ী দক্ষিণ হাতুন্ডা এলাকায় মাদক বিক্রি করছে। এ সময় একই গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলীসহ ৫-৬জন লোক তাদের মাদক বিক্রিতে বাধা দেয়।

বাধা প্রদান করায় মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫ জনকে আহত করে। আহতরা হলেন- দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলী(৪০) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৩০), মুজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে শামিম মিয়া (৩০), আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলাম (২০)।

আহত জহুর আলী, নাছিমা ও রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, “কাজল মিয়ার নামে চুনারুঘাট থানায় মাদক আইনে দুইটি মামলা রয়েছে। তবে এ মারামারির ঘটনা কি নিয়ে ঘটেছে তা এখনো জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”