সাইদুল ইসলাম শুয়েব, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা মোকাবিলায় মাছ বাজার ও কাঁচা বাজার কে স্থানান্তর করে ডিসিপি হাই স্কুল মাঠে নেওয়া হয়েছে।স্থানান্তার করা হয়েছে যাতে মানুষ সমাগম সৃষ্টি না হয়।কিন্তু ছবি গুলো দেখে মনে হচ্ছে মানুষে সমাগম আগের মতোই আছে। তবে ক্রেতা-বিক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব। সবজির বাজার ও মাছের গুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়।
এদিকে আবার বাজার থেকে মাঠে যাওয়া রাস্তা মানুষ সমাগমের কারনে ধুলাবালি রাস্তায় বেড়ে গেছে। এতে স্বাস্থের পক্ষে অনেক ঝুকি। সাধারন মানুষের আসা যাওয়ার উপযোগী করার জন্য পৌরসভা থেকে দু-বেলা পানি দেওয়া জরুরী। এমতাবস্থায় রাস্তার আশে পাশে জীবানুনাশক স্রে দেওয়া খুবই জরুরী হয়ে পড়েছে।
পরিশেষে সমাজিক দুরত্ব বজার রাখা ও রাস্তায় পানি ও জীবানুনাশক স্প্রে দেওয়ার জন্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ জনগন।