চুনারুঘাটে মাংস বিক্রিতে মানা হচ্ছেনা নিরাপদ দুরত্ব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মাংস বিক্রিতে মানা হচ্ছেনা নিরাপদ দুরত্ব

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি :   আগামীকাল (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  মাংসের বাজারে সামাজিক দুরত্ব না মেনেই চলছে বেচা কেনা। গুটা কয়েকজনের মুখে মাক্স থাকলে ও বেশির ভাগ মানুষের মুখেই মাক্স নেই।মহামারী করুনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে কিন্তু সচেতন হচ্ছে না সাধারণ মানুষ।

(২৪-মে) রোজ রবিবার   মাংস ক্রয়ের জন্য চুনারুঘাটের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন মাংসের বাজারে। ফলে করোনার ঝুকি বেড়েই যাচ্ছে চুনারুঘাট উপজেলায়। হবিগঞ্জ জেলার মধ্যে চুনারুঘাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি থাকলে ও মানুষের চলাচল দেখে বুঝা ই যাচ্ছে না করোনা নামক ভাইরাস আছে বলে। এভাবে যদি অসচেতন ভাবে মাংস কেনা বেচা হয় চুনারুঘাটে করুনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করতে পারে। মাংসের বাজারটি হাসপাতাল গেইটের অপজিটে থাকার কারনে এতো মানুষের উপস্থিতি হওয়ার ফলে সচেতন মহলের মানুষ আছেন খুবই দুশ্চিন্তায়। চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে সচেতন মহলের দাবী আজই দ্রুত এই নিয়ে পদক্ষেপ রাখা জরুরী।