রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে মহিলা চা-শ্রমিক নেতার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিজলা কানুর দাবি- তার পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় দুর্বৃত্তরা আগ্নিকাণ্ড ঘটিয়েছে।
শনিবার ভোর-রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড মেম্বার বিজলা কানুর বসতগৃহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনায় গরু-ছাগল, হাঁস-মুরগি, মোটরসাইকেল, বাই সাইকেল এবং ব্যবসার কাপড় সহ গৃহের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আহত হয়েছেন বিজলা কানুর স্বামী।
মেম্বার বিজলা কানু জানান- ১৯ সেপ্টেম্বর আনুমানিক ভোর সাড়ে চারটার সময় আগুনের আঁচ পেয়ে তার পরিবারের সদস্যরা জেগে উঠেন।
তখন দরজা খুলে দ্রুত ঘর থেকে বের হতে চাইলে তারা দেখেন- বারান্দার গেইটের ছিটকিনি বাহির থেকে আটকানো। কোনোরকম ছিটকিনি খুলে সবাই বাইরে এসে চিৎকার করলে, প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হলেও তার ঘরের গবাদি পশু থেকে শুরু করে আসবাবপত্র সহ ইত্যাদি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন- “আমার স্বামী গভীর নিদ্রায় থাকার কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় আগুনের আঁচ লেগে ঝলসে গেছে। আমার বসতঘরের সাথে আরেকটি টিন সেডের ঘর সংযুক্ত রয়েছে। সেখানে আমার স্বামী ঘুমাতেন। এর একপাশে গোয়াল ঘর ও তার ব্যবসার মালামালসহ অন্যান্য আসবাবপত্র ছিল। অগ্নিকাণ্ডটা সেখান থেকেই হয়েছে। আমার পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় দুর্বৃত্তরা এ আগ্নিকাণ্ড ঘটিয়েছে।”
তিনি জানান- যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেখানে একটি রান্নার চুলা থাকলেও তা তারা বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করেন না।
বিজলা কানু আক্ষেপের স্বরে জানান- তিনি এখন সর্বহারা। পড়নের কাপড় ছাড়া তার আর কোনো কাপড় অবশিষ্ট নেই। খাদ্য সামগ্রীসহ গৃহস্থালী জিনিষপত্রও পুড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়- ওই মহিলা মেম্বারের বসত গৃহের সাথে সম্পৃক্ত টিনশেডের ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
অনেকগুলো হাঁস-মুরগি গরু-ছাগলের পোড়া মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। একটি মোটরসাইকেল এবং একটি বাইসাইকেল সহ ধান-চাউল পুড়ে একেবারে বিনষ্ট হয়ে গেছে।
বসতঘরের টিনের চালা পুড়ে গিয়ে দালানে অনেকগুলো ফাঁটল দিয়েছে। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে তার বসতঘরটিও।
ঘটনাস্থল পরিদর্শন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা জানান, যেহেতু বিদ্যুতের অনেক গুলো তার পুড়ে যাওয়ার পরেও ফিউজটি স্বাভাবিক রয়েছে সেহেতু বৈদ্যুতিক শকসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেনি।
আবার পুড়ে যাওয়া গৃহে কেরোসিন-ডিজেল-পেট্রোল বা এ জাতীয় কোন জ্বালানি তেলের অস্তিত্বও পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডের বিষয়ে আশপাশের লোকজনের মুখে নানান কথাবার্তা চলছে। কেউ বলছেন- চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কেউ কেউ বলছেন- বিড়ি-সিগারেটের আগুন থেকে। আবার কেউ কেউ বলছেন- শত্রুতা পোষণ করে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও পুড়ে যাওয়া গৃহটি পরিদর্শন করেছেন- মাধবপুর সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ওসি চম্পক দাম সহ একদল পুলিশ।