চুনারুঘাটে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২ : আটক ৭ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 26 July 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২ : আটক ৭

Link Copied!

রায়হান আহমেদ :  চুনারুঘাট উপজেলার দক্ষিণ মিরাশী জামে মসজিদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
রবিবার (২৫জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ মিরাশী গ্রামস্থ মিরাশী জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়- উক্ত মসজিদটি ৪৬ শতক জমির উপর বিদ্যমান। মসজিদে দক্ষিণ মিরাশী গ্রামের ২শ’ জনেরও অধিক মুসল্লী জামাআতের সাথে নামাজ আদায় করে থাকেন। মসজিদের ৪৬ শতক ভূমির মধ্যে ০৪ শতক ভূমি দক্ষিণ মিরাশী গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট সদর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ আলী দীর্ঘ ১০ বছর ধরে তার দাবি করে আসছেন। কিন্তু স্থানীয় মুরুব্বিয়ানরা বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠক বসলেও মাওঃ মোহাম্মদ আলীর কাছ থেকে এ নিয়ে কোন সুরাহা পাওয়া যায়নি।

ছবি : হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষে আহত এক মহিলা

বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময় মসজিদ কেন্দ্রীক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চেষ্টা করে ব্যর্থ হন। মাওঃ মোহাম্মদ আলী সহ বেশ কয়েকজন ওই জামে মসজিদটি তাদের বলে দাবি করে দখল করতে চাইলে অপর পক্ষ হাজী সুরুজ মিয়াদের বাকবিতন্ডা হয়।
বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে দু’পক্ষই। এ ঘটনায় তারা মিয়া (৪৫), মোহাম্মদ আলী (২৫), তৈয়ব আলী (১৮), হাজী সুরুজ মিয়া (৬০), খুর্শেদা খাতুন (৪০), সুমন মিয়া (২২) সহ উভয়পক্ষের আরো ৫-৭ জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই মোঃ আশিকুর রহমান, এস.আই মোঃ হিমন সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের ছুঁড়া ইট-পাটকেলে এসআই আশিকুর রহমানের মোটরসাইকেলের বেশ কিছু জায়গা ভেঙে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।