এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভার মমিনপুর রাস্তার পিচ ঢালাই কাজের উদ্ভোধন করলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।
সোমবার (১১ আগষ্ট) দুপুরে পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই কাজের উদ্ভোধন করেন।
জানা যায় চুনারুঘাট পৌরসভা প্রথম শ্রেনীর হলেও তেমন উন্নয়ন চোখে পড়েনা। নগরবাসীকে অল্প বৃষ্টি হলেই এখনো কাঁদা মাটি মাড়িয়ে বাসায় যেতে হয়। ভুক্তভোগী জনসাধারণের সেবার মান বাড়াতে সরকারের বিভিন্ন উন্নয়নের অংশ হিসাবে এ যাবৎ সংস্কারকাজ চোখে পড়ার মত। চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু প্রতিদিনই পৌরসভার বিভিন্ন সড়ক কাজের তদারকি ও উদ্বোধন করছেন।
এতে করে জনসাধারণের অনেকটা কষ্ট লাগর হবে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিগন। আজ দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের মমিনপুর রাস্তার পিচ ঢালাই কাজের উদ্ভোধন মূহুর্তে স্থানীয় বাসিন্দাগন এমনই বলতে থাকেন। আর এই কাজের ধারা অব্যাহত রাখতে সকলে মেয়র নাজিম উদ্দিন সামছু কে অনুরোধ জানান। এই রাস্তার সংস্কার করার ফলে অন্তত হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি শান্তি ভয়ে আনবে।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল,পৌরসভার ইঞ্জিনিয়ার ও স্থানীয় মুরুব্বি প্রমুখ।