ঢাকাThursday , 15 August 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে মধ্যরাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মধ্য রাতে নিজ গৃহে এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে (১৫ আগষ্ট বুধবার) দিবাগত রাত আনুমানিক এক দেড়টায় পূর্ব রানীগাঁও গ্রামে। নিহত ব্যক্তি প্রবাসী রাসেল ও জার্নেল মিয়ার পিতা আব্দুল হামিদ(৬০)।তিনিও দীর্ঘদিন প্রবাসজীবনে ছিলেন বলে জানা যায়।ঘটনার রাত নিহত ব্যক্তি ও তার পুত্র বধু,নাতি সহ বাড়িতে অবস্থান করেছিলেন।

প্রত্যক্ষদর্শী অনেককেই জানান,ডাকাতির জন্য ডাকাতরা ঘরে প্রবেশ করলে এবং তাদের নিহত ব্যক্তি চিনতে পারলে বা চিৎকার করার চেষ্টা করলেই তার হাত পা চোখ বেঁধে রগ কেঁটে দেয়।ততক্ষনে পাশের ঘরে থাকা পুত্র বউয়ের চিৎকারে প্রতিবেশী ছুটে আসে গুরুতর আহত অবস্থায় পুত্র বধু ও নাতি সহ আব্দুল হামিদ (৬০) কে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানান।

ঘটনা জানাজানি হলে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহ চলমান সেনাবাহিনীর সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শী। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।