আবেদ আলী।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত করাত কলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
এ সময় ৩টি করাত কল জব্দ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশ ও বন বিভাগের একটি দল।

ছবি : চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে
তাছাড়া শানখলা বাজারের পার্শ্বে চলিতার আব্দা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।