চুনারুঘাটে ভ্রাম্যমান অভিযানে এক নারী মাদক পাচারকারী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 3 February 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভ্রাম্যমান অভিযানে এক নারী মাদক পাচারকারী আটক

Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২রা ফেব্রুয়ারী) সকাল ১২ ঘটিকায় চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পার্শ্বের এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক রবিউল্লার নেতৃত্বে গঠিত রেইডিং টিম।

এসময় বিশ বোতল বিদেশী মদ এবং চার কেজি গাঁজাসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ আকরাইরাইলের বাসিন্দা শাহজাহান আলীর কন্যা ও মনির হোসেনের স্ত্রী সাথী(২৫)কে আটক করেন। এ বিষয়ে উপ-পরিদর্শক রবিউল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।