চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুড়িয়ে দেয়া হয়েছে মদ তৈরির উপকরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুড়িয়ে দেয়া হয়েছে মদ তৈরির উপকরণ

Link Copied!

রাজন মিয়া : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মদ বিক্রেতা রাজেশ গড় ও বগাডুবি গ্রামের ক্রেতা রনজিত দেবকে আটক করে এবং সময় মদ তৈরির উপকরণ আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মিল্টন চন্দ্র পাল, ওসি শেখ নাজমুল হক। সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী।

 

ছবি: অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনা (ভুমি) মিল্টন চন্দ্র পাল, ওসি শেখ নাজমুল হক।

 

এ সময় ওসি শেখ নাজমুল হক “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।