হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌর শহরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কাঁচাবাজার সহ বিভিন্ন সড়ক ও মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। সহযোগিতার ছিল র্যাব ব্যাটালিয়ানের একটি টিম।
চুনারুঘাট উপজেলার পৌরসভায় ভোক্তা অধিকার আইনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,পন্যদ্রব্য মূল্য বোর্ড,মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কারনে ৭ টি মামলায় একতা ফার্মেসীকে ৫ হাজার, বিসমিল্লাহ ফার্মেসিকে ৪ হাজার , আল করিম ফার্মেসীকে ৩ হাজর,প্রাইম ফুডকে ৬ হাজার ,লন্ডন স্পাইসিকে ৭ হাজার,বাপ্পি ব্রয়লার হাউজকে ৩ হাজার ,রাসেল স্টোরকে ৬ হাজার মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এসময় সকল কে প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ার করে দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারি পরিচালক দেবানন্দ সিনহা ।